মহানগর ওয়েবডেস্ক: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করতে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকর৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাকে নিতান্তই সৌজন্য সাক্ষাত বললেন তিনি৷
কেশরীনাথ ত্রিপাঠির পর রাজ্যপালের আসনে এখন জগদীপ ধনকর৷ রাজ্যপাল হিসেবে নিযুক্ত হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই তিনি শাসক-বিরোধী সব দলের সঙ্গেই বৈঠক করেছেন৷ তবে বুধবার হঠাতই প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাম এভিনিউয়ের বাসভবনে হাজির হন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকর৷ তাঁকে অভ্যর্থনা জানান বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য৷ বেশ কিছুক্ষণ বুদ্ধদেববাবুর বাড়িতে ছিলেন তিনি৷ তাঁর বাড়ি থেকে বেরোনোর পর এপ্রসঙ্গে রাজ্য়পাল বলেন, বুদ্ধদেব ভট্টাচার্যকে আমি শ্রদ্ধা করি। উনি অনেকদিন ধরেই অসুস্থ। ওনার দ্রুত আরোগ্য কামনা করি।
পাশাপাশি তিনি এও জানিয়ে দেন, এটি নিতান্তই সৌজন্যে সাক্ষাত। দীর্ঘদিন ধরে বুদ্ধদেব ভট্টাচার্যকে চিনি। সেই হিসেবেই দেখা করতে গিয়েছিলাম তাঁর সঙ্গে। রাজনৈতিক কোন বিষয়ে কথা হয়নি আমাদের মধ্যে। এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাত করতে তাঁর বাসভবনে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷