kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক:  এ যেন ‘শেষ হয়েও হইল না শেষ৷’ মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে এমনটাই বলা যায়৷ মিনিটে মিনেট এখানে এখনও পট পরিবর্তন চলছে৷ শিবসেনাকে সমর্থনে দ্বিধায় কংগ্রেস৷ দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য মল্লিকার্জুন খাড়গে সাফ জানান, তাঁরা সেনাকে সমর্থনের বিষয়ে আরও কিঠুটা সময় চান৷ তাঁরা এই নিয়ে এনসিপির সঙ্গে মঙ্গলবার বৈঠক করবেন বলে জানান তিনি৷ এই পরিস্থিতিতে রাজ্যপালের কাছে গিয়ে আদিত্য ঠাকরে সরকার গঠনের জন্য আরও ৪৮ ঘন্টা চেয়েছেন৷ তবে তাঁর দাবি শোনেননি রাজ্যপাল কোশিয়ার৷ তিনি আর সময় দিতে নারাজ৷ এই অবস্থায় সরকার গঠনের সমস্যা ফের জটিল আকার নিল৷মঙ্গলবার তবে কি রাজ্যপাল মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি করবেন? এখন এটাই সবচয়ে আলোচিত প্রশ্ন৷
সোমবার সন্ধে সাড়ে সাতটায় শেষ শিবসেনাকে দেওয়া রাজ্যপালের সময়সীমা ৷ সরকার গঠনের জন্য এনসিপি এর সঙ্গে জোট গড়ে আদিত্য ঠাকরে ও শিবসেনা বিধায়করা রাজভবনে পৌঁছনোর পরেও শেষ হল না সরকার গঠনের নাটক ৷ সময় শেষের এক মিনিট আগে কংগ্রেসের চিঠি পৌঁছলেও তাতে সমর্থনের ব্যাপারে পরিষ্কার করা হয়নি বলে খবর ৷ কংগ্রেসের বক্তব্য, এব্যাপারে সিদ্ধান্তের জন্য তারা এনসিপির সঙ্গে আরও খানিকটা আলোচনা করতে চায় ৷ উল্লেখ্য, সরকার গড়তে শিবসেনার প্রয়োজন মোট ১৪৫ জন বিধায়ক ৷সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করে শিবসেনা চিঠি লিখে রাজ্যপালের কাছে আরও ৪৮ ঘণ্টা সময় চাইল ৷

মহারাষ্ট্র বিধানসভার ম্যাজিক ফিগার ১৪৫ ৷ বিজেপির ঝুলিতে রয়েছে ১০৫টি আসন৷ অন্যদিকে শিবসেনা ৫৬, এনসিপি ৫৪ এবং কংগ্রেসের দখলে রয়েছে ৪৪টি আসন ৷ এই তিনজন হাত মেলালে জোটের আসন দাঁড়াবে ১৫৪টি ৷এখন অপেক্ষা কংগ্রেসের সরকারি অনুমতি পত্রের ৷ সরকার গঠনের জন্য শিবসেনাকে আগেই সমর্থন জানিয়েছে এনসিপি ৷

রাজভবন থেকে বেরিয়ে আসার পর শিবসেনার জয়ী সাংসদ ও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আদিত্য ঠাকরে জানান, ‘সরকার গঠনে আমরা ইচ্ছুক ৷ কিন্তু সরকার গড়ার জন্য আমাদের আরও সংখ্যা প্রয়োজন ৷ এর আগে সোমবার সকাল সাড়ে সাতটা অবধি সময় দিয়ে রাজ্যপাল শিবসেনাকে সরকার গড়ার জন্য আহবান জানিয়ে ছিলেন৷ সেই মতোই এনসিপি এর সঙ্গে এদিন সরকার গঠনের দাবি জানাতে এসেছিলাম ৷ ’ তবে এখনও তিনি সরকার গঠনের বিষয়ে আশাবাদী ৷ তবে তিনি জানান, ৪৮ ঘণ্টা অতিরিক্ত সময় চাইলেও রাজ্যপাল তা দিতে নারাজ বলে দাবি আদিত্য ঠাকরের ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here