মহানগর ওয়েবডেস্ক: গত বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়র প্রবেশ ঘিরে ছাত্র বিক্ষোভ ও তা সামাল দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন উপাচার্য সুরঞ্জন দাস। দ্রুত তাঁকে ভর্তি করা হয়েছিল ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবারের সেই ঘটনার পর শনিবার তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকুরিয়া হাসপাতালে উপস্থিত হলেন রাজ্যপাল জগদীপ ধনকর।
শনিবার সকাল ১০টার পর ঢাকুরিয়ায় ওই হাসপাতালে উপস্থিত হন রাজ্যপাল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মাথায় তীব্র যন্ত্রণা, বুক ধড়ফড়, বমি বমি ভাব এমন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালে ভর্তি হওয়ার সময় তাঁর রক্তচাপ ছিল ১৬০/৯০। উচ্চ রক্তচাপ ও ডায়াবিটিসের সমস্যা থাকার দরুন বর্তমানে আইসিইউতে ভর্তি রয়েছে তিনি। উপচার্য সুরঞ্জন দাসের সঙ্গে ওই হাসপাতালেই ভর্তি রয়েছে সহ উপাচার্য প্রদীপকুমার ঘোষ। দুজনের সঙ্গেই এদিন দেখা করেন রাজ্যপাল।
উল্লেখ্য, বৃহস্পতিবার নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষ্যে এবিভিপির অনুরোধে ক্যাম্পাসে আসেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তিনি আসার পরই উত্তাল হয়ে ওঠে যাদবপুর ক্যাম্পাস। প্রথমে কালো পতাকা দেখিয়ে চলে বিক্ষোভ। পরে কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী ভেঙে হামলা চালানো হয় বাবুলের উপর। তাঁকে ধাক্কা দেওয়ার পাশাপাশি, চুল টেনে ধরা হয়। ধাক্কাধাক্কিতে পরে যান বাবুল। ছিড়ে যায় জামার কলার। পরিস্থিতির সামাল দিতে মাঠে নামেন উপাচার্য সুরঞ্জন দাস। তবে ছাত্রদের রোষ সামাল দিতে পারেননি তিনি। অসুস্থ হয়ে পড়ার তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। এরপর ঘটনাস্থলে যান খোদ রাজ্যপাল ছাত্র বিক্ষোভের মাঝ থেকে তিনি উদ্ধার করে নিয়ে আসেন বাবুল সুপ্রিয়কে।