ডেস্ক: দেশের ব্যাঙ্ক থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে বিদেশে পালিয়ে আশ্রয় নেওয়ার দিন শেষ হতে চলেছে। ভবিষ্যতে যাতে আর কোনও বিজয় মালিয়া বা নিরব মোদীর মতো ঋণ খেলাপির ঘটনা না ঘটে, সেই কারণে এই ধরণের জালিয়াতি আটকাতে নতুন আইন লাগু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সংবাদ সূত্রে খবর, আগামী সংসদ অধিবেশনেই এই সংক্রান্ত একটি বিল পেশ করা হবে। এই বিলটির নাম হতে চলেছে ‘দ্যা ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স বিল’। ইতিমধ্যেই বিলটির খসড়া প্রত্যেকটি দলের কাছে পাঠিয়ে সকলের মতামত জানতে চাওয়া হয়েছে।
সংসদে এই বিল লাগু হলে এবার থেকে বিদেশে পালিয়ে আর রেহাই পাবেন না ঋণ খেলাপকারীরা। এই বিলে উল্লেখ করা হয়েছে, আর্থিক তছরুপ করে কেউ বিদেশে পালিয়ে বাঁচতে চাইলে তাঁকে আর্থিক অপরাধী হিসাবে গণ্য করা হবে। ঋণ খেলাপি, আর্থিক জালিয়াতি, কর ফাঁকি, নথি জাল, লগ্নিকারীদের টাকা ফেরত না দেওয়া-সহ একাধিক বিষয় থাকছে নতুন এই আইনের আওতায়। তবে প্রস্তাবিত এই আইন লাগু হবে কেবল আর্থিক তছরুপের পরিমাণ ১০০ কোটি বা তার বেশি হলে। এই আইনে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত সম্পূর্ণ অধিকার থাকবে তদন্তকারী সংস্থার। এর ফলে আদালতের জটিল আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না তদন্তকারী সংস্থাকে।