kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: আগামী মরশুমে আর নয়। চলতি মরশুম শেষেই অ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়ছেন ফরাসি তারকা আঁতোয়া গ্রিয়েজমান। মঙ্গলবার ক্লাবের তরফ থেকেই এই কথা টুইট করে জানানো হয়েছে।

২০২৩ সাল পর্যন্ত অবশ্য গ্রিয়েজমানের সঙ্গে চুক্তি ছিল অ্যাথলেটিকো মাদ্রিদের। কিন্তু ১৩৪ মিলিয়ন ডলার বাই আউট ক্লজের সুবাদে চুক্তির মেয়াদ শেষের আগেই ক্লাব ছাড়ছেন ২৮ বছর বয়সী এই ফরাসি তারকা। সূত্রের খবর, তাঁর কাছে লা লিগা জায়ান্ট বার্সেলোনার অফার রয়েছে। টুইটারে অ্যাথলেটিকো মাদ্রিদ লেখে,

‘আঁতোয়া গ্রিয়েজমান ক্লাবকে জানিয়েছেন যে আগামী মরশুমে তিনি আর রোহিব্লাঙ্কোর (ক্লাবের পোশাকি নাম) হয়ে খেলতে চান না।’

এর কিছুক্ষণ পরেই গ্রিয়েজমান আরেকটি ভিডিও পোস্ট করে জানান,

‘আমি ক্লাব কর্তা ও কোচ সিমিয়নের সঙ্গে কথা বলেছি। আমি ক্লাবের সমর্থকদের জানাতে চাই আমি আগামী মরশুমে আর ক্লাবে থাকছি না। এই ক্লাবে আমি পাঁচটা মরশুম কাটিয়েছি। এই পাঁচ বছরের স্মৃতি আমার সঙ্গে সবসময় থাকবে। সিদ্ধান্তটি নেওয়া খুবই শক্ত ছিল। এতদিন আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।’


প্রসঙ্গত, অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে ২৫২টি ম্যাচে ১৩৩টি গোল করেছেন এই ফরাসি স্ট্রাইকার। ২০১৬ সালে চ্যাম্পিয়নস লিগ রানার্স দলের সদস্য ছিলেন তিনি। ২০১৮ সালে জেতেন ইউরোপা লিগ। ২০১৬ সালে ব্যালন ডি’ওরে তৃতীয় স্থান পান গ্রিয়েজমান। ২০১৮ সালে দেশের হয়ে জেতেন বিশ্বকাপ। শেষ বছরও ব্যালন ডি’ওরে তৃতীয় স্থান পেয়েছিলেন তিনি।

 

 

 

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here