kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: দেশজুড়ে মহাসমারোহে পালিত হয়েছে নবরাত্রী৷ সেই নবরাত্রীতে গরবা নাচতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেললেন কয়েকজন মহিলা৷ গুজরাতে গরবা করার সময় হাতে বিষধর গোখরো নিয়ে নাচতে দেখা যায় কয়েকজন মহিলাকে৷ তাদের একহাতে তলোয়ার ও অন্যহাতে ইয়া বড় গোখরা৷ ঘটনায় পাঁচজন মহিলাকে গ্রেফতার করল পুলিশ৷

সম্প্রতি গুজরাতের গরবা নাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে লাল কালো ঘাগড়া পরা দু তিনজন মহিলা গরবা নাচ করছে৷ তাদের এক হাতে রূপোলী রঙের তলোয়ার ও অন্যহাতে বিশাল বড় একখানা গোখরো সাপ৷ সেই সাপ বেয়ে এসেছে মাটিতে এবং ফণা তুলে রয়েছে৷ এই ভিডিও দেখলে আপনার চোখ উঠবে কপালে৷ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পাঁচজন মহিলাকে গ্রেফতার করে পুলিশ৷ এদের মধ্যে এক জন বছর বারোর কিশোরীও ছিল৷ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের ভিত্তিতে এই পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ৷ গ্রেফতার হয় অনুষ্ঠানের আয়োজকও৷

যদিও পরে ধৃতদের জামিনে মুক্তি দেয় আদালত৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here