ডেস্ক: বন্দুকবাজের হামলায় ১৬ জনের মৃত্যু হল ইরাকে। গুলিতে গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ইরাকের বাগদাদ থেকে ৬০ কিমি দূরে সালাহুদিন প্রদেশের দক্ষিণ দুজেইল শহরের একটি গ্রামে।
সূত্রের খবর, ওই গ্রামে অতর্কিতে হামলা চালায় বন্দুকধারীরা। মূলত টার্গেট করা হয় গ্রামের তিনটি বাড়িকে। মেশিনগানের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয় ওই তিন বাড়ির সদস্যদের। মৃত ও আহতদের মধ্যে বেশিরভাগই শিশু ও মহিলা। আরও জানা গিয়েছে ওই তিনটি বাড়ি স্থানীয় বিচারপতি রহিম আল-মারজোকের তিন সন্তানের। মনে করা হচ্ছে ব্যক্তিগত শত্রুতা থেকেই বিচারপ্তির তিন পুত্রের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা।
কে বা কারা এই হামলা চালাল তার পুরো তদন্তে নেমেছে ইরাক সিকিউরিটি ফোর্স। পুরো গ্রামটিকে সিল করে দিয়ে। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। তবে এই ঘটনার পিছনে আইএসআইএস জঙ্গিগোষ্ঠীর হাতও উড়িয়ে দিচ্ছে না নিরাপত্তা বাহিনী। ইরাকের বহু শহরে ভয়ংকর এই জঙ্গিগোষ্ঠীর থাবা এখনও ব্যাপকভাবে ছড়িয়ে রয়েছে।