মহানগর ওয়েবডেস্ক: কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে দুরন্ত রেকর্ড গড়লেন জিম্বাবোয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। রেকর্ড গড়ার পাশাপাশি তাঁর ব্যাটে ভর করেই আফগানিস্তানের বিরুদ্ধে ত্রিদেশীয় টি-২০ সিরিজে জয় পেল জিম্বাবোয়ে।
ওই ম্যাচে আফগানিস্তানের ১৫৫ রান তাড়া করতে নেমে হ্যামিল্টনের ৪২ বলে ৭১ রানের ঝকঝকে ইনিংসের সৌজন্যে ম্যাচ জিতে নেয় জিম্বাবোয়ে। আর শেষ ইনিংসে ৭১ রান করে বিশ্বরেকর্ড গড়লেন মাসাকাদজা। কেরিয়ারের শেষ টি-২০ ম্যাচ খেলতে নেমে তাঁর করা ৭১ রানই এখনও পর্যন্ত কোনও ক্রিকেটারের করা সর্বোচ্চ রান। এটাই কোনও এশিয়ান দলের বিরুদ্ধে জিম্বাবোয়ের প্রথম টি-২০ ম্যাচ জয়। একই সঙ্গে টানা ১২টি টি-২০ ম্যাচ জয়ের পর হারের মুখ দেখল আফগানিস্তান। শেষবার ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল আফগানরা।
জিম্বাবোয়ের হয়ে ৩৮টি টেস্ট, ২০৯টি ওয়ানডে ও ৬৬টি টি-২০ খেলেছেন মাসাকাদজা। জিম্বাবোয়ের হয়ে তিনিই টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক। তাঁর মোট রান ১৬৬২। করেছেন ১১টি হাফ সেঞ্চুরি। ম্যাচের পর তিনি বলেন,
‘আমি এই অবসরকে শেষ হিসেবে দেখছি না। আমি সরে যাওয়ায় অন্য কারও জন্য জাতীয় দলের দরজা খুলে গেল। এই মুহূর্তে আমাদের দেশে জাতীয় দলে খেলার দাবিদার অনেকেই আছেন। আমি আশা করব যোগ্য কেউ আমার শূন্যস্থান খুব শীঘ্রই পূরণ করবেন।’