মহানগর ওয়েবডেস্ক: দীর্ঘদিন পর ফের জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন হার্দিক পাণ্ডিয়া৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিমে সুযোগ পেয়েছেন তিনি৷ সুরাটের বছর ছাব্বিশের ক্রিকেটার গতবছর শেষবার এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ভারতের হয়ে টি-২০ সিরিজ খেলছেন৷
এরপর পাণ্ডিয়া পিঠে অস্ত্রোপচার হয় আর ক্রিকেট থেকে অনেকটাই দূরে সরে যান তিনি৷ মনে করা হয়েছিল নিউজিল্যান্ড সফরের বিমানে তিনি থাকবেন বিরাট কোহলিদের সঙ্গে৷ কিন্তু রিহ্যাবের জন্য তাঁর কেন উইলিয়াসনদের দেশে যাওয়া হয়নি৷ পাণ্ডিয়া বলছেন প্রায় পাঁচ-ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকার সময়টা তাঁকে রীতিমতো মানসিক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছিল৷ যে কারণেই তাঁর দেশের হয়ে ফিরতে কিছুটা দেরী হয়ে গেল৷
WATCH: CHAHAL TV with the comeback man Hardik Pandya 😎😎
In this segment, @hardikpandya7 talks about his rehabilitation, how much he missed donning Indian colours and shares his message for #TeamIndia fans 💪🙌- by @28anand & @yuzi_chahal
Full video 👉 https://t.co/9PvNu3R0gr pic.twitter.com/DFl2CzBtdu
— BCCI (@BCCI) March 12, 2020
দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে হার্দিক বলেছেন, “দেশের হয়ে পাঁচ-ছয় মাস খেলতে পারিনি৷ নীল রঙের জার্সিটা গায়ে না-চাপাতে পারায় খুব মানসিক সমস্যা হয়ে গিয়েছিল৷ এটা রীতিমতো চ্যালেঞ্জ ছিল আমার কাছে৷ চেয়েছিলাম দ্রুত ফিট হতে৷ কিন্তু পারছিলান না৷ সেসময় মনের ওপর খুব চাপ পড়েছিল৷ কিন্তু শেষপর্যন্ত সবকিছু ঠিকঠাক হয়েছে৷ আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য আত্মবিশ্বাসের প্রয়োজন ছিল৷ সেটা ফিরে পেয়েছি৷ কেউ যতট নেট প্র্যাকটিস করুক না কেন! ম্যাচ প্র্যাকটিসের কোনও বিকল্প হয় না৷” দেশের হয়ে ফেরার আগে হার্দিক ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে বিধ্বংসী ফর্মে ছিলেন৷ পাঁচ ম্যাচে ২৩২.৮৯-এর গড়ে ৩৪৭ রান করেছেন তিনি৷