Home Featured ‘আমি করোনা আক্রান্ত’, স্ত্রীকে মিথ্যে বলে প্রেমিকার সঙ্গে সংসার পাতল ‘নিখোঁজ’ স্বামী

‘আমি করোনা আক্রান্ত’, স্ত্রীকে মিথ্যে বলে প্রেমিকার সঙ্গে সংসার পাতল ‘নিখোঁজ’ স্বামী

0
‘আমি করোনা আক্রান্ত’, স্ত্রীকে মিথ্যে বলে প্রেমিকার সঙ্গে সংসার পাতল ‘নিখোঁজ’ স্বামী
Parul

মহানগর ওয়েবডেস্ক: জুলাই মাস থেকে নিখোঁজ যুবক৷ স্ত্রীকে ফোন করে জানিয়েছিলেন করোনা আক্রান্ত হয়েছেন৷ জানিয়েছিলেন আর বাঁচতে চান না তিনি৷ সেই যুবককেই তার প্রেমিকার সঙ্গে খুঁজে পেল পুলিশ৷ ঘটনাটি ঘটেছে নভি মুম্বইতে৷ পুলিশ সূত্রে খবর, স্ত্রীকে মিথ্যে কথা বলে নিজের প্রেমিকার সঙ্গেই থাকছিলেন ওই যুবক৷ জানা গিয়েছে, বছর আটাশের ওই যুবক ২৪ জুলাই তার স্ত্রীকে ফোন করে৷

ফোন করে যুবক জানায়, করোনায় আক্রান্ত সে৷ আর হয়ত বাঁচবে না সে৷ এই কথা শুনে হতবাক হয়ে যায় তার স্ত্রী৷ যুবককে নানা ধরণের প্রশ্ন করতে গেলে ফোনটি কেটে দেয় ওই যুবক৷ এরপর থেকেই ওই যুবকের কোনও খোঁজ মিলছিল না৷ বাধ্য হয়ে নিজের দাদাকে সমস্ত ঘটনা জানায় যুবকের স্ত্রী৷ সেইমত থানায় গিয়ে যুবকের নিখোঁজ হওয়ার ডায়েরিও করা হয়৷

এরপর যুবকের খোঁজে নামে পুলিশ৷ ভাসির সেক্টর ১৭ থেকে যুবকের বাইট, হেলমেট, ব্যাগ ও চাবির খোঁজ পায় পুলিশ৷ তবে কোনওভাবেই যুবকের খোঁজ মিলছিল না৷ এরপর যুবকের মোবাইল ফোন ট্রেস করা শুরু করে পুলিশ৷ জানতে পারে, যে রাতে যুবক নিখোঁজ হয়েছিল সেই রাতে দুবার ১০০ তেও ফোন করেছিল ওই যুবক৷ তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে আরও এক তথ্য৷ পুলিশ জানতে পারে, ওই যুবকের বিবাহ বহির্ভুত সম্পর্কের কথাও৷

একমাস ধরে খোঁজার পর অবশেষে পুলিশ খোঁজ পায় যুবকের৷ জানতে পারে ইন্দোরে নিজের প্রেমিকার সঙ্গে বহাল তবিয়তে রয়েছে ওই যুবক৷ এরপরই তাকে বাড়িতে ফিরিয়ে আনে পুলিশ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here