kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: হাচিকোকে মনে আছে? জাপানের সেই সারমেয় যে তার মৃত প্রভুর জন্য অপেক্ষা করেছিল টানা নয় বছর৷ হাচিকোর প্রভুভক্তি হতবাক করেছিল বিশ্বকে৷ তেমনই দেশের জন্য বীরদর্পে কাজ করেছিল ডাচও৷ ডাচ, ভারতীয় সেনার স্নিফার ডগ৷ ভারতীয় সেনাতে কাজ করেছে দীর্ঘদিন ধরে৷ একাধিক জঙ্গিদমন মিশনে অংশও নিয়েছে সে৷ খুঁজে এনেছে সাফল্যও৷ প্রাণ বাঁচিয়েছে বহু মানুষের৷ সেই ‘ডাচ’ আর নেই সেনাবাহিনীতে৷ নেই পৃথিবীতে৷

মারা গেল ভারতীয় সেনাবাহিনীর স্নিফার ডগ৷ ডাচের বয়স হয়েছিল ৯ বছর৷ সেনার ডগ স্কোয়াজের ১৯টি সারমেয়র মধ্যে ডাচ ছিল একজন৷ ডাচের মৃত্যুতে শ্রদ্ধাজ্ঞাপন করেন সেনার ইস্টার্ন কমান্ডের জওয়ানরা । সেই ছবি আজ টুইটারে পোস্ট করা হয় সেনার তরফে । সেখানে ডাচকে “দেশের জন্য সমর্পিত প্রকৃত হিরো” বলে আখ্যা দেয় ভারতীয় সেনা৷ জানায়, ঘুমের মধ্যেই মৃত্যু হয় ডাচের, একদম সাধুর মত, হিরোর মত৷ ইস্টার্ন কমান্ডের এই টুইটের পরই প্রশংসায় পঞ্চমুখ হয় সোশ্যাল মিডিয়া৷

সেনাকে কুর্নিশ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ডাচের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছে নেটিজেনরা৷ পাশাপাশি প্রাপ্যদের উপযুক্ত সম্মান জানানোয় ইস্টার্ন জওয়ানদের প্রশংসা করছে দেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here