নিজস্ব প্রতিবেদক, বহরমপুর: এবার মিড ডে মিলের চাল পাচারের অভিযোগ উঠল স্কুলেরই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সদর মহকুমার দৌলতাবাদ থানার নয়মাইল কুলবেড়িয়া শিশু শিক্ষা কেন্দ্রে। অভিযোগ স্কুলের প্রধান শিক্ষিকা মায়া সান্যাল মাঝে মধ্যেই মিড ডে মিলের চাল পাচার করেন।
স্থানীয় বাসিন্দা তারক দাস জানান,’এদিন দুপুরে একটি টোটো গাড়িতে করে তিন বস্তা চাল মায়াদি স্কুল থেকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা পিছু ধাওয় করলে হাতেনাতে ধরা পড়ে যান।’ দৌলতাবাদ থানার পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে টোটো গাড়ি সহ তিনবস্তা চাল উদ্ধার করে। প্রধান শিক্ষিকার নামে গ্রামবাসীদের তরফে লিখিত অভিযোগ দায়ের করাও হয়েছে। যদিও চাল পাচারের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষিকা। ঘটনার তদন্ত করছে দৌলতাবাদ থানার পুলিশ।