
মহানগর ডেস্ক: বৃহস্পতি বার বিকেলে আরজেডি প্রেসিডেন্ট এবং বিহারের পূর্ব মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের শারীরিক অবস্থা হঠাৎ করেই খারাপ হয় । তবে চিকিত্সকেরা জানিয়েছেন তিনি আপাতত স্থিতিশীল। দুর্নীতিতে অভিযুক্ত থাকার জন্য যেখানে তিনি ভর্তি ছিলেন, সেই আর এম আই এস-এর সিনিয়র ডাক্তার জানান লালুপ্রসাদের শ্বাসকষ্ট জনিত সমস্যা হয়েছিল।
হাসপাতাল এবং কারাগার আধিকারিকদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বন্না গুপ্তা ও আসেন লালুপ্রসাদের শারীরিক অবস্থার খোঁজ নিতে। চিকিৎসক উন্মেষ প্রসাদের নেতৃত্বে গঠিত মেডিক্যাল টিম ওনার চিকিত্সা করছেন। চিকিত্সকরা জানিয়েছেন বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
আর আই এম এস এর ডাইরেক্টর ডা: কামেশ্বর প্রসাদ বলেন, “লালুপ্রসাদ এখন স্থিতিশীল আর আমরা বেশ কিছু পরীক্ষা করেছি। ওনার শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল এবং প্রাথমিক ভাবে নিউমোনিয়া ধরা পড়েছে। আমরা নিউ দিল্লী এইমস এর ফুসফুস বিশেষজ্ঞ এর সঙ্গে কথা বলেছি আর আমাদের টিম সর্বদা ওনার শারীরিক অবস্থার ওপরে নজর রাখছে।”