national news

মহানগর ওয়েবডেস্ক: ক্রমশ দেশে ভয়াবহ হয়ে উঠছে করোনাভাইরাস। মারন এই ভাইরাসের চিকিৎসা করতে গিয়ে দেশজুড়ে আক্রান্ত হয়েছেন একাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। এবার করোনা আক্রান্তের চিকিৎসার সঙ্গে যুক্ত এক প্রথম সারির স্বাস্থ্যকর্মীর মৃত্যুতে চাঞ্চল্য বেড়েছে কর্নাটকে।

জানা গেছে, মৃত ওই স্বাস্থ্যকর্মীর নাম সারাভানা এম (৩৫)। জুনিয়র স্বাস্থ্য সহযোগী হিসেবে কর্নাটকের কোলার জেলার মুলবাগালের হেব্বুনি চেকপোস্টে কোভিড স্ক্রিনিং টিমের সঙ্গে কাজ করছিলেন তিনি। সোমবার তার মৃত্যুর পর ডাক্তারদের তরফে জানানো হয়েছে হার্টের অসুখের জেরেই মৃত্যু হয়েছে তার। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা জানতে ওই ব্যক্তির লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কর্তব্যরত অবস্থায় তার মৃত্যু হওয়ায় করোনা বীমার টাকা তিনি পাবেন বলেও জানা যাচ্ছে কর্ণাটক সরকার সূত্রে।

পাশাপাশি ওই ব্যক্তির পরিবারের কোনও এক সদস্যকে চাকরি দেওয়া হতে পারে বলেও জানা যাচ্ছে। এদিকে গোটা দেশের পাশাপাশি করোনার জেরে খুব একটা ভালো নেই কর্নাটকও। জানা গেছে ইতিমধ্যেই এই রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৬৩ জন মানুষ। যার মধ্যে মৃত্যু হয়েছে চার জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here