ডেস্ক: খাতায় কলমে হিসাব বর্ষাকাল। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে বৈশাখের কথা মনে করতে হচ্ছে রাজ্যবাসীকে। বিশেষ করে দক্ষিণবনবঙ্গবাসীর কাছে আষাঢ় এখন দাবাদহে পরিণত হয়েছে। মাথার উপর সূর্যের প্রখর রোদ ঝলসে দিচ্ছে চারিদিক। কিন্তু এই দাবাদহ পরিস্থিতি থেকে খুশির খবর শোনাতে পারেনি হাওয়া অফিস। উল্টে তাঁরা জানিয়েছেন এই গরম কমবে না উল্টে বারবে। বিশেষ করে সপ্তাহের শেষে সেই তাপমাত্রা আরও বাড়বে বলে জানা গিয়েছে। সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা জারি করেছে হাওয়া অফিস। এই মুহূর্তে কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে।
পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে আপেক্ষিক আদ্রতার পরিমাণ। যার জন্য আবহাওয়া আরও অস্বস্তিকর বলে মনে হচ্ছে। শুধুমাত্র পশ্চিমাঞ্চলের জেলা নয় শহর কলকাতাতেই লু বওয়ার আশঙ্কা জারি করেছে হাওয়া অফিস। তবে খানিকটা আভাসের বাণী শুনিয়েছে হাওয়া অফিস। আগামী সপ্তাহের শেষে স্থানীয় বজ্রগর্ভ মেঘের সঞ্চারের জন্য প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যের উপর মৌসুমি বায়ুর সক্রিয়তা থাকলেও নিম্নচাপের অক্ষরেখা গুলি ক্রমশ উত্তরের দিকে অবস্থান করায় দক্ষিণবঙ্গে এই দাবদাহের পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।