মহানগর ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্ট রায় ঘিরে দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়েছে৷ তার মধ্যেই শনিবার খুলল শবরীমালা মন্দির৷ রাজ্য সরকার আগেই জানিয়ে দিয়েছে, মহিলাদের জন্য আলাদা করে কোনও সুরক্ষার ব্যবস্থা করা হবে না৷ এর মধ্যেই রবিবার ভগবান আয়াপ্পা দর্শন করতে মন্দিরে উপচে পড়ল ভিড়৷ ২ মাস ধরে চলবে মান্ডালা মাকারাভিলাক্কু পুজো৷ ১৬ নভেম্বর থেকে ভক্তদের বিশেষ পুজো মরসুম চালু হয়েছে৷ প্রধান পুরোহিত একে সুধীর নামভোতরি রাত ৩টেয় মন্দিরের দরজা খুলে দেন৷ তার আগে বিশেষ পুজো সম্পাদন করেন৷ এরপর প্রায় হাজার ভক্ত মন্দিরে ভিড় করেন৷ পুজো দেন৷
মান্ডালাপুজো শেষ হওয়ার পর তিন দিনের জন্য মন্দির বন্ধ হয়ে যাবে৷ ২৭ ডিসেম্বর আবার মন্দিরের দরজা খুলবে৷ মন্দিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ ১০ ডেপুটি সুপার, ৩০ জন ইন্সপেক্টর, ১২০ সাব ইন্সপেক্টর, ১৪০০ হেড কনস্টেবল নিয়োগ করা হয়েছে ভক্তদের সুরক্ষায়৷ ১৩৫ র্য়াফের সদস্য, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ৪৫ জন মোতায়েন৷
কেরালার শবরীমালা মন্দিরে সব বয়সের মহিলাদের প্রবেশাধিকার দেওয়া হবে কিনা, সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ। বিষয়টির গুরুত্ব উল্লেখ করে এই মামলা সাত সদস্যের বেঞ্চে পাঠানো হয়েছে। তবে এর আগে সুপ্রিম কোর্ট শবরীমালায় সব বয়সের মহিলাদের ঢোকার পক্ষে যে রায় দিয়েছিল, তাতে কোনও স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত।