mohon bhagawat kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: যদা যদা হি ধর্মস্য… শ্রীমদ্ভগবৎ গীতা৷ ভারত হিন্দুদেরই৷ শ্রীভাগবত৷ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের(আরএসএস) প্রধান মোহন ভাগবত সাফ জানান, অসমের কেন দেশজুড়ে যে কোনও নাগরিকপঞ্জি থেকে বাতিল হিন্দুদের দেশ থেকে কোনওভাবেই তাড়ানো হবে না৷ হিন্দুদের দেশ থেকে তাড়ালে রীতিমতো বাগাবৎ করবেন ভাগবত৷ সোজা কথা তাঁর৷ তাঁর আশা, দ্রুতই নাগরিক সংশোধনী বিল (ক্যাব) আইনে পরিণত করবে কেন্দ্রীয় সরকার৷ তাঁর কথায়, হিন্দুস্থান হিন্দুদেরই জায়গা৷ তাই যে কোনো মূল্যে হিন্দুরা একানে তাকবেনই৷ উল্লেখ্য অসমের নাগরিক পঞ্জি থেকে ১২ লক্ষ বাঙালি বাদ পড়া নিয়ে তিনি অমিত-মোদী ও তাঁদের দলকে রীতিমতো ধমক দিয়েছেন৷

আরএসএস বিজেপির মেন্টর৷ তাই তাদের হিন্দি-হিন্দু-হিন্দুস্থান – নীতি কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপিরও নীতি৷ আর এই নীতিকে কার্যকর করার জন্য ক্যাবকে যত দ্রুত আইনে পরিণত করতে মরীয়া মোদী প্রশাসন৷ ক্যাব ইতিমধ্যেই লোকসভায় পাশ হয়ে গিয়েছে৷ এখন শুধু রাজ্যসভায় পাশ হওয়ার অপেক্ষা৷ মোহনের বিশ্বাস এই বিল আইনে পরিণত হওয়া শুধু সময়ের অপেক্ষা৷ তিনি হিন্দুদের নিরুদ্বিগ্ন থাকার পরামর্শ দিয়েছেন৷ তাঁর সোজা কথা, সংঘ থাকতে একটা হিন্দুও ভারতে থেকে বহিষ্কৃত হবেন না৷

ক্যাব অনুসারে বিশ্বের যে কোনও প্রান্তে বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান ও আফাগনিস্তান থেকে অত্যাচারিত হিন্দুরা ভারতে আশ্রয় ও নাগরিকত্ব পাবে৷ হিন্দুদের সুরক্ষাকবচ হবে ক্যাব৷ এটাই বেশি করে প্রচার করছেন মোহন ভাগবত৷ একই প্রচার করছে বিজেপি সহ অন্যান্য গেরুয়া দল৷ এদিকে নাগরিকপঞ্জির জুজুতে অস্থির বাংলা৷ ইতিমদ্যেই একানে ৬ জন এই বিষয়ে আতঙ্কে আত্মঘাতী হয়েছে৷ এই নিয়ে সরব হয়েছেন বাংলার মুক্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল৷ এছাড়া এর প্রতিবাদ করছে বিভিন্ন আবংলা সংগঠনগুলি৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here