national news

Highlights

  • মঙ্গলবার গুজরাতের আহমেদাবাদে মকর সংক্রান্তি উপলক্ষ্যে ঘুড়ি ওড়ানো অনুষ্ঠানে গিয়েছিলেন অমিত শাহ
  • সেখানেই ঘুড়ি ওড়ানোয় নিজের কামাল দেখালেন শাহ
  • পাশে গিজগিজ করছিল শাহের সমর্থকেরা

 

মহানগর ওয়েবডেস্কঃ রাজনীতির মারপ্যাঁচে বিরোধীদের কুপোকাত করতে তাঁর তুলনা নেই। অঙ্ক কষেই উল্টে দেন গোটা ছক। তবে শুধু রাজনীতির প্যাঁচ নয় বাস্তবে ঘুড়ির প্যাঁচ নখদর্পনে তাঁর, তা প্রমাণ করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার গুজরাতের আহমেদাবাদে মকর সংক্রান্তি উপলক্ষ্যে ঘুড়ি ওড়ানো অনুষ্ঠানে গিয়েছিলেন অমিত শাহ। সেখানেই ঘুড়ি ওড়ানোয় নিজের কামাল দেখালেন শাহ।

এদিন একটি আবাসনের ছাদে ঘুড়ি ওড়াতে দেখা যায় তাঁকে। পাশে গিজগিজ করছিল শাহের সমর্থকেরা। বারংবার স্লোগান উঠছিল দেখো দেখো কৌন আয়া, হিন্দুস্থান কা শের আয়া’। বা ‘অমিত শাহ আপ আগে বড়িয়ে, হাম আপকে সাথ হ্যায়’। শাহের তীক্ষ্ন দৃষ্টি তখন ঘুড়ির দিকে, লক্ষ্য একদম স্থির। এমনকি সেইসময় নাগরিকত্ব আইনের সমর্থনেও স্লোগান শোনা গেল সেখানে। উপস্থিত জনগণ আওয়াজ তুললেন, ‘ইউ সাপোর্ট সিএএ’।

ঘুড়ি ওড়াতে ওড়াতে যেন নস্টালজিক হয়ে পড়েছিলেন শাহ। চোখে মুখে ছিল কিশোর বয়সের সেই উত্তেজনা। পরিস্থিতি বাগে আনতে পেরেই মুখে ফুটল হালকা হাসি। শাহের সঙ্গে সঙ্গে এলাকার বহু মানুষ ঘুড়ি ওড়াচ্ছিলেন এদিন। দল সঙ্গে দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের গুরু দায়িত্ব থাকা সত্ত্বেও এদিন হাল্কা মেজাজেই দেখা যাচ্ছিল শাহকে। সকলে ফোন ও ক্যামেরা হাতে বন্দি করে রাখছিলেন অমিত শাহের এই নয়া রূপ।

২০১৯ শে বিপুল পরিমাণ ভোটে ক্ষমতায় আসার পর বিজেপির চাণক্য নামে আখ্যা দেওয়া হয়েছিল অমিত শাহকে। তাঁর রাজনৈতিক অঙ্কের প্যাঁচেই মুখ থুবড়ে পড়েছিল বিরোধীরা। রাজনীতির ময়দানের পুরনো খেলোয়াড় অমিত শাহ মোদীর ডানহাত। বাস্তবে রাজনীতির খেলার মতই এদিন টেনে খেলতেই দেখা গেল অমিত শাহকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here