নিজস্ব প্রতিবেদক,লালবাগ: খাবারের দোকানে পচা মাংস না, ধরা পড়ল মধুচক্রের আসর। নবাব নগরী মুর্শিদাবাদের রেল স্টেশনের কাছে খাবারের দোকানে প্রতিদিন বসত মধুচক্রের আসর। গোপন সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ খবর আসছিল পুলিশের কাছে,ওই খাবারের হোটেলেই মধুচক্র চলছে। ওৎ পেতে ছিল পুলিশও। রবিবার সন্ধ্যায় লালবাগ মহকুমার এসডিপিও বরুণ বৈদ্যর নেতৃত্বে লালবাগ থানার পুলিশ হানা দেয় স্টেশন সংলগ্ন একটি খাবার দোকানে।
তারপর গ্রেপ্তার করা হয় চারজন মহিলা ও দুইজন পুরুষকে। ধৃত মহিলাদের দিয়ে অবৈধ ভাবে দেহ ব্যবসা চালানো হত বলে পুলিশ সুত্রে খবর। ওই মহিলাদের বাড়ি বারাসাত, কৃষ্ণনগর,বর্ধমান প্রভৃতি এলাকায়। সূত্র থেকে জানা যায়, যদিও এই মহিলারা এই ব্যবসার সাথে জড়িত অনেক আগে থেকেই। ধৃত মহিলাদের মধ্যে দু একজন এর আগেও লালবাগের অন্য হোটেলে মধুচক্রের আসর থেকে গ্রেপ্তার হয়েছিল। ধৃতদের সোমবার লালবাগ মহকুমা আদালতে তোলা হবে।