মহানগর ওয়েবডেস্ক: দ্রুত ব্যবস্থা নিন৷ ভারতকে কাশ্মীর থেকে কড়াকড়ি শিথিল করতে বলল মার্কিন যুক্তরাষ্ট্র৷ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইতিমধ্যে বৈঠক হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের৷ মোদীর ওপর আস্থা রেখেই কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করার পক্ষে সওয়াল করেছে আমেরিকা৷ কাশ্মীরে আটক নেতাদের যাতে ছেড়ে দেওয়া হয়, তার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে আমেরিকা৷ দক্ষিণ এশিয়ার উচ্চ পদস্থ স্টেট ডিপার্টমেন্ট আধিকারিক আলিস ওয়েলস বলেন, আমরা আশা করি কার্যকর পদক্ষেপ দেখতে পাব৷ দ্রুত কড়াকড়ি শিথিল করে নেওয়া হবে৷ এবং রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়ার ক্ষেত্রে আশা করি ভারত দ্রুত ব্যবস্থা নেবে৷
তিনি আরও বলেন, ট্রাম্প মধ্যস্থতায় রাজি৷ যদি ভারত-পাক ২ পক্ষ চায়৷ এর আগেও ট্রাম্প মধ্যস্থতার ব্যাপারে রাজি ছিলেন৷ তখন ভারত রাজি হয়নি৷ ফলে ট্রাম্প এক পা এগিয়েও দশ পা পিছিয়ে যান৷ তিনি আরও বলেন, রাজনৈতিক ও বাণিজ্যিক নেতাদের আটক নিয়ে উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র৷ অগস্টে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করেছে কেন্দ্র৷ এর ফলে উপত্যকা বিশেষ মর্যাদা হারিয়েছে৷ সেই সঙ্গে কাশ্মীর পুনর্গঠন বিল আইনে পরিণত হয়েছে৷ তার ফলে জম্মু কাশ্মীর ও লাদাখ -২টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে৷ এই নিয়ে পাকিস্তান তেড়েফুঁড়ে উঠেছে৷ তারা আন্তর্জাতিক মহলে ভারতে কোণঠাসা করার চেষ্টা করে৷ তাতে তারা সফল হয়নি৷
এর আগেও ভারত-পাকিস্তানের বিষয়ে দ্রুত সমাধানের লক্ষ্যে মধ্যস্ততা করতে তিনি তৈরি আছেন বলে জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার আরও একবার এ বিষয়ে নিজের বক্তব্য পেশ করলেন ট্রাম্প। বুধবার এক সাংবাদিক বৈঠকে তিনি নরেন্দ্র মোদী ও ইমরান খানের সঙ্গে নিজের বন্ধুত্বের দিকটি তুলে ধরেন। ট্রাম্পের কথায়, ভারত ও পাকিস্তান, দুই দেশেরই প্রধানের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব। তিনি জানান, এখন দুই দেশেরই শান্তিপূর্ণভাবে সমস্যা ও বিরোধগুলি মিটিয়ে ফেলা উচিত। এবং তার জন্য যদি কখনও তাঁকে ‘মিডিলম্যান’ হওয়ার প্রয়োজন হয়, তিনি তার জন্য সবসময়ে তৈরি, এমনটাই জানালেন ট্রাম্প। তিনি বলেন, ২টিই পারমাণবিক শক্তিধর দেশ। এখনই তাদের আলোচনার মাধ্যমে সব মিটমাট করে নেওয়া উচিত।