নিজস্ব প্রতিবেদক, মুর্শিদাবাদ: গৃহবধূ খুনের অভিযোগ মুর্শিদাবাদের জলঙ্গীতে। নওদাপাড়া গ্রামের বাসিন্দা বছর কুড়ির মেরিনা খাতুনের সাথে বিয়ে হয় প্রতিবেশী যুবক টুটুল শেখের। পরিবারসূত্রে অভিযোগ দুবছরের এই বিয়েতে প্রথম থেকেই শারীরিক ও মানসিক নির্যাতন করা হত বলে মেরিনাকে। বিগত কয়েকদিন থেকে তাদের অশান্তি চরমে ওঠে বলে দাবী মৃতার বাবা সাইফুল সেখের।
রবিবার ভোরে মেরিনার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকজন। সাদিখানদেয়াড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে মেরিনাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে পুলিশ। মেরিনার দেহে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতার পরিবারের দাবি ফাঁস লাগিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে মেরিনাকে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী টুটুল শেখ।জলঙ্গী থানায় টুটুল ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতার বাবা।