নিজস্ব প্রতিবেদক, বর্ধমান: পরপর কন্যা সন্তান হওয়ায় এক গৃহবধুকে পুড়িয়ে খুন করার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের উপর। মৃতের নাম মাধবী রুইদাস (৩১)। ঘটনাটি ঘটেছে খন্ডঘোষের লোধনা এলাকায়।
মৃতের বাপের বাড়ির লোকজনদের অভিযোগ, প্রথম পুত্র সন্তান হওয়ার পর বছর দুয়েক পর সেই পুত্র সন্তান ডায়রিয়ায় মারা যায়। এরপর দ্বিতীয়বার তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজন ফের পুত্র সন্তানের জন্য তাঁর ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। এরপর প্রায় ৬ মাস আগে তিনি ফের একটি কন্যা সন্তান জন্ম দেন। মৃতের বাপের বাড়ির অভিযোগ, ওই কন্যা সন্তানকে বিক্রি করে দেওয়া হয়। আর তারপর থেকে স্বামী-স্ত্রী’র মধ্যে অশান্তি বাড়ে। আর তার জেরেই মাধবীদেবীকে পুড়িয়ে মারা হয়েছে বলে অভিযোগ করেছেন মাধবী দাসের মা বাসন্তী দাস।
তিনি আরও জানিয়েছে্ন, প্রায় ১০ বছর আগে কার্তিক রুইদাসের সঙ্গে বিয়ে হয় মাধবী দাসের। যদিও ৬ মাসের মাধবী দাসের কন্যা সন্তানকে কোথায় কীভাবে বিক্রি করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।