উচ্ছল বিশ্বাস, উত্তর দিনাজপুর: ২৭ তারিখ থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। গতকাল, বুধবার ছিল বিজ্ঞান বিভাগের ভৌত বিজ্ঞান পরীক্ষা। কিন্তু সেই পরীক্ষা খারাপ হওয়ায় বিষ খেয়ে আত্মঘাতী হল ইসলামপুর হাইস্কুলের ছাত্র শেখর চন্দ্র পাল (১৮)।
পরীক্ষা দিয়ে আসার পর থেকেই মন খারাপ ছিল ইসলামপুর জীবন মোড় এলাকার পড়ুয়া শেখরের। কিন্তু কেবল একটা পরীক্ষা খারাপ খারাপ হওয়ার কারণেই যে সে চরমতম রাস্তা বেছে নেবে তা কেউ ভাবতে পারেন নি। পরীক্ষা দিয়ে এসে চা বাগানের পোকা মারার ওষুধ খেয়ে বমি করতে শুরু করে সে। নাগাড়ে বমি হওয়া শুরু হলে পরিবারের লোকেরা ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে শেখর চন্দ্রকে। ডাক্তাররা চেষ্টা করলেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি। ভর্তি হওয়ার কিছুক্ষণ পরই মারা যায় এই পরীক্ষার্থী। ইসলামপুরের মিলনপল্লি হাইস্কুলে সেন্টার পরীক্ষার সেন্টার পড়েছিল আত্মঘাতী পড়ুয়ার।