ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনে বড় ধাক্কা খেল রাজ্য সরকার সহ নির্বাচন কমিশন। সিঙ্গেল বেঞ্চের স্থগিতাদেশের রায়কে চ্যলেঞ্জ করে রাজ্য ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেও, রাজ্যকে ফের সিঙ্গেল বেঞ্চেই ফিরে যাওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশবনাথ সমাদ্দার। একই সঙ্গে নির্বাচন কমিশনকেও বিচারপতিদের সওয়ালের মুখে পড়তে হয়। শুনানি শেষে রাজ্য সরকারকে ফের সিঙ্গেল বেঞ্চে যাওয়ার পরামর্শ দেন বিচারপতিরা। আজ বিকেল সাড়ে ৪টেয় এই মামলার রায়দান হবে। বিচারপতিরা এদিন রাজ্য সরকারের উকিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে বর্তমান পঞ্চায়েতের মেয়াদ জানতে চান। উত্তরে রাজ্য জানায় আগস্ট মাস পর্যন্ত। অর্থাৎ আগস্ট মাসের মধ্যেই নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে রাজ্যকে।
(বিস্তারিত আসছে)