Home Featured তৈরি হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফেলিসিয়া’! গতি হতে পারে ঘন্টায় প্রায় ২৫৫ কিলোমিটার

তৈরি হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফেলিসিয়া’! গতি হতে পারে ঘন্টায় প্রায় ২৫৫ কিলোমিটার

0
তৈরি হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফেলিসিয়া’! গতি হতে পারে ঘন্টায় প্রায় ২৫৫ কিলোমিটার
Parul

মহানগর ডেস্ক: আরও এক ঘূর্ণিঝড়ের সাক্ষী থাকতে পারে বিশ্ববাসী। প্রশান্ত মহাসাগরে ইতিমধ্যে ঘনিয়েছে এক ঘূর্ণিঝড়। যার নাম দেওয়া হয়েছে ‘ফেলিসিয়া’। আপাতত এই ঝড় গ্রেড ৪-এর বলে মনে করা হচ্ছে। গতি হতে পারে ঘন্টায় ২৫৫ কিলোমিটার।

ঘূর্ণিঝড়টি পূর্ব প্রশান্ত মহাসাগরে তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। শক্তির দিক থেকেই ঝড় একটি সুপার সাইক্লোন এর সমান বলে আবহাওয়াবিদদের অনুমান। ঝড়ের ‘গাস্ট’ বা ঝাপট ২৫৫ কিমি হলেও সাধারণ গতি হতে পারে ২২৫ কিলোমিটার। যদিও এর প্রভাব ভারত কিংবা বাংলাদেশে পড়বে না। রবিবারে আরও পশ্চিম দিকে খেলতে পারে এই ফেলিসিয়া।

হাওয়াইয়ের এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূখন্ড থেকে এই ঝড় এখন অনেকটাই দূরে রয়েছে। সোমবার মঙ্গলবার নাগাদ শক্তি হ্রাস পাওয়ার সম্ভাবনা। আপাতত ঝড়ের অভিমুখ পশ্চিম, উত্তর পশ্চিম দিকে। ঝড়ের অগ্রসর বেদের ১০ মাইল প্রতি ঘন্টা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here