Highlights
|
নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর: গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি এলাকায়। ওই বধূর নাম পাপড়ি মজুমদার। মৃতের পরিবারের পক্ষ থেকে করণদিঘি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সাত মাস আগে দক্ষিণ দিনাজপুর জেলা বুনিয়াদপুরের শেরপুরের বাসিন্দা পাপড়ি মজুমদারের সঙ্গে বিয়ে হয় উত্তর দিনাজপুর জেলার করণদিঘির বাসিন্দা চন্দন বিশ্বাসের। বিয়ের একমাস পর থেকেই পাপড়ির শ্বশুরবাড়ির লোকেরা পণের দাবিতে তাকে মারধর করত বলে অভিযোগ। গতকাল রাতেও পাপড়ির স্বামী ও শাশুড়ি পাপড়িকে মারধর করে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ মৃতের পরিবারের।
ঘটনার বিবরণ জানিয়ে করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী-সহ পরিবারের লোকরা পলাতক। পাপড়ির বাপের লোকজন অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে করণদিঘি থানার পুলিশ।