Home Featured স্ত্রীকে মেরে বাড়ির পেছনে মাটিতে পুঁতলো স্বামী! তারপর থানায় গেল নিখোঁজ ডায়রি করতে

স্ত্রীকে মেরে বাড়ির পেছনে মাটিতে পুঁতলো স্বামী! তারপর থানায় গেল নিখোঁজ ডায়রি করতে

0
স্ত্রীকে মেরে বাড়ির পেছনে মাটিতে পুঁতলো স্বামী! তারপর থানায় গেল নিখোঁজ ডায়রি করতে
Parul

মহানগর ডেস্ক: স্ত্রীকে হত্যা করার পর বাড়ির পেছনের উঠোনে মাটিতে পুঁতে দিলো স্বামী। তারপর নিজেই গেল স্ত্রী এর নামে থানায় নিখোঁজ ডায়রি করতে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ মঙ্গলবার বিকেলে হঠাৎই অভিযুক্তের বাড়ির পেছন থেকে পঁচা গন্ধ বেরোনো শুরু হলে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। ঘটনাস্থলে বিরাট পুলিশবাহিনী এসে মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতের নাম কালো বিবি। ও তার অভিযুক্ত স্বামী মহম্মদ আলী। পুলিশি জেরায় সে তার আরো চার সঙ্গীর সাথে তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে। তার বাকি তিনজন সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

খুন করে থানায় ডায়রি করার পর সেই বাড়িতেই প্রায় এক সপ্তাহ বহাল তবিয়তে ছিল অভিযুক্ত। তবে মৃতদেহ থেকে পঁচা দুর্গন্ধ ছড়াতে থাকায় সে ধরা পড়ে যায়। তবে ঠিক কি কারণে সে এই কান্ড ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে চাঁচল থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here