মহানগর ওয়েবডেস্ক: কথায় কথায় ভারতের প্রধানমন্ত্রী জওহর লাল নেহরুকে সব কিচুর জন্য দায়ী করা বিজেপির অভ্যাসে পরিণত হয়েছে৷ রবিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরের এই অবস্থার জন্য সরাসরি নেহরুর কাশ্মীর নীতিকে দায়ী করলেন৷ অন্য প্রান্তে আমেরিকরা হাউস্টনে হাউডি মোদী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই দামোদরদাস মোদীর সামনেই ট্রাম্পের দলের হাউস্টনের সিনিয়র ডেমেক্র্যাট সেনেটর স্টিনি হোয়ার৷ তিনি ধর্ম নিরপেক্ষতা ও ভারতের বহুত্ববাদী রাজনীতিতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলা নেহরুর ভূমিকার অকুন্ঠ প্রশংসা করলেন৷সেই সঙ্গে তিনি জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীরও প্রশংসা করেন৷ তাঁর কথায়, সত্যিকারের গণতন্ত্র বিশ্বকে শিখিয়েছেন গান্ধীজি ও পণ্ডিত নেহরু৷
রবিবাসরীয় হাউস্টনে ভারতকে প্রশংসায় ভরিয়ে দিলেন স্টিনি হোয়ার৷ তাঁর কথায়, ‘টেক্সাসে আমরা প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানাচ্ছি, চ্যালেঞ্জের দৃষ্টিভঙ্গিতে তাঁর নেতৃত্বে আধুনিক ভারতের দ্বারা আমরা অনুপ্রাণিত। নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য তারা অব্যাহত, এবং সমানভাবে মিলিয়ন সংখ্যাক মানুষকে দরিদ্রতার সীমা থেক তুলতে আতে বদ্ধপরিকর। শিক্ষা দিতে বদ্ধপরিকর, পরিষ্কার জল, স্বাস্থ সচেতনতা, এবং সবুজ ও সুস্থ ভারত গড়ে তুলতে নয়া অত্যাধুনিক শক্তি প্রযুক্তির উন্নয়নে সাহায্য করার জন্য’।
‘আমি গর্বিত যে, ডেমোক্র্যাট ও রিপাবলিকান, দুই তরফেই ভারত ও মার্কিন সম্পর্ক একসঙ্গে সেই লক্ষ্যের এবং আমাদের এক নীতিতে চলেছে। সম্প্রতি কয়েকদশকে, প্রেসিডেন্ট ক্লিনটনের, ভারত-মার্কিন সম্পর্ক আরও মজবুত করার দৃষ্টিভঙ্গি ছিল। প্রেসিডেন্ট বুশ দুই রাষ্ট্রের সম্পর্ক মজবুত করেছিলেন এবং প্রেসিডেন্ট ওবামা আরও মজবুত করেছিলেন। আজও চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প’। অকপটে জানালেন স্টিনি হোয়ার৷