ডেস্ক: এক ১৯ বছরের যুবতিকে সিনেমা হলের ভিতর প্রকাশ্যে ধর্ষণ করার অভিযোগ উঠল তার ফেসবুকে পাতানো বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জানুয়ারি মাসের ২৯ তারিখ হায়দরাবাদের সেকেন্দ্রাবাদের একটি সিনেমাহলে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে। সিনেমা হলের মালিকের বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে পুলিশ। এমনকি ধর্ষণের পর নির্যাতিতাকে সিনেমা হলের বাইরেও ফেলে রাখা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম কান্দাকাটলা বিক্ষপতি। পেশায় ২৩ বছরের এই যুবক একজন ড্রাইভার। নিজের বয়ানে নির্যাতিতা পুলিশকে জানিয়েছে, মাসদুয়েক আগে যুবকটির সঙ্গে তার ফেসবুকে আলাপ হয়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ‘পদ্মাবত’ দেখতে গিয়ে এই কাণ্ড ঘটায় অভিযুক্ত। ধৃত যুবকটি অবশ্য এখনও জেরায় নিজের দোষ কবুল করেনি বলেই জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ডাক্তারি পরীক্ষার পর সামনে এসেছে যে, নির্যাতিতার যোনিতেও ক্ষত মিলেছে।
সিনেমা হলের ভিতরে ধর্ষণের ঘটনা অবশ্য এই প্রথম নয়। দু’মাস আগেই মেরটে ১৬ বছর বয়েসি একটি নাবালিকাও এক যুবকের বিরুদ্ধে সিনেমা হলে ধর্ষণের অভিযোগ তোলে। ওই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।