news internatioal

মহানগর ওয়েবডেস্ক: ওষুধটি আদতে ম্যালেরিয়ার। তবে করোনার জন্য বেশ কার্যকরী। মারণ ভাইরাসের ফলে গোটা বিশ্ব যখন সংকটে ঠিক সেই মুহূর্তে বিশ্বজুড়ে এই ওষুধের সরবরাহ করে গিয়েছে ভারত সরকার। যদিও বর্তমানে একে বাতিলের খাতায় রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাতে কি, ভারতীয় ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন খেয়ে দিব্যি সুস্থ বোধ করছেন ব্রাজিলের করোনা আক্রান্ত প্রেসিডেন্ট বলসোনারো। শুধু তাই নয়, এই ওষুধের প্রশংসা করে এক ভিডিও বার্তাও দিলেন তিনি।

বুধবার ব্রাজিলের করোনা আক্রান্ত প্রেসিডেন্ট জেইর বলসোনারো ভারতীয় ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের প্রশংসা করে এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি এখানে হাইড্রোক্সাইক্লোরোকুইনের একটি তৃতীয় ডোজ নিচ্ছি। আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছি আমি। রবিবারে আমি এমন শারীরিক অবস্থায় ছিলাম আমি। এরপর সোমবার এবং মঙ্গলবার খারাপ অনুভব করেছি, শনিবার যা অবস্থা ছিল তার থেকে আমি অনেক বেশি ভাল এখন। অবশ্যই এই ট্যাবলেট ভাল কাজ করছে। আমরা জানি আরও বেশ কিছু ওষুধ রয়েছে যা করোনার ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে।’

পাশাপাশি অনেকটা প্রচারের ঢঙে ব্রাজিলের রাষ্ট্রপতি বলেন, ‘আমরা জানি যে এর প্রভাব এখনও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। তবে এটি একজন ব্যক্তির শরীরে দুর্দান্ত কাজ করছে। আমি হাইড্রক্সিক্লোরোকুইনে বিশ্বাস রাখি। আর আপনি? ঠিক আছে আমরা একসাথে আছি।’

প্রসঙ্গত, চতুর্থবার পরীক্ষার পর সম্প্রতি জানা গিয়েছে করণা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো। এই ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন ব্রাজিল। এদিন প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ‘আমার প্রেসিডেন্ট বন্ধু, আমার প্রার্থনা ও শুভেচ্ছা রইল তোমার দ্রুত আরোগ্যের জন্য।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here