kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: কিছুদিন আগেই কংগ্রেস ছেড়েছেন তিনি৷ তার পরেই গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন বলে তৈরি হচ্ছিল জল্পনা৷ তবে সব জল্পনার অবসান করে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী তথা সদ্য প্রাক্তন কংগ্রেস নেত্রী উর্মিলা মাতণ্ডকর৷ জানালেন কোনও দলেই যোগ দিচ্ছেন না তিনি৷

মঙ্গলবার উর্মিলা বলেন, কোনও দলেই যোগ দিচ্ছেন না তিনি৷ সঙ্গে এও অনুরোধ করেন, সংবাদসংস্থাগুলি যাতে এধরণের খবর না ছড়ায়৷ প্রসঙ্গত, মঙ্গলবারই তাঁর শিবসেনায় যোগ দেওয়ার খবরটি উঠে আসে৷ শোনা যায়, শিবসেনা নেতা মিলিন্দ নার্ভেকারের সঙ্গে বৈঠক করেছিলেন উর্মিলা৷ আর সেখানে থেকেই খবর চাউর হতে থাকে যে হয়ত মহারাষ্ট্রে বিধানসভার ভোটের আগেই হয়ত উদ্ধব ঠাকরের দলে নাম লেখাতেন চলেছেন উর্মিলা৷

লোকসভা নির্বাচনের ঠিক আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন উর্মিলা। কংগ্রেসের তরফে তাঁকে উত্তর মুম্বই লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবেও দাঁড় করানো হয়। বিজেপির গোপাল শেট্টির বিপরীতে দাঁড়ান তিনি৷ তবে ভোটের লড়াইয়ে মুখ থুবড়ে পড়েন উর্মিলা। এরপরই কংগ্রেসের দলীয় নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে একটি চিঠি লিখতে দেখা যায় তাঁকে। যে চিঠি ফাঁস হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এরপরই কংগ্রেসের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে গত মঙ্গলবার দল ছাড়েন উর্মিলা মাতণ্ডকর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here