Home Featured বাড়িতে স্ত্রীকে খুন করে এসেছি, থানায় এসে স্বীকারোক্তি স্বামীর

বাড়িতে স্ত্রীকে খুন করে এসেছি, থানায় এসে স্বীকারোক্তি স্বামীর

0
বাড়িতে স্ত্রীকে খুন করে এসেছি, থানায় এসে স্বীকারোক্তি স্বামীর
Parul

নিজস্ব প্রতিনিধি:   বউকে খুন করে এসেছি। থানায় এসে এমন কথাই বললেন এক ব্যক্তি। ওই ব্যক্তির কাছ থেকে কথা শুনেই হতবম্ব পুলিশ। বাহিনী নিয়ে সোজা ওই ব্যক্তির বাড়িতে। দেখা যায় একজন মহিলা মেঝেতে পড়ে রয়েছে। বোঝা যায়, ওই ব্যক্তি অভিযুক্তের স্ত্রী। দেহটি ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, সকাল ১০টা নাগাদ চিৎপুর থানায় হাজির হন সঞ্জয়। তিনি পুলিশকে জানান, তাঁর স্ত্রীকে নিজে গলা টিপে খুন করেছেন। তারপরেই তাঁকে নিয়ে পুলিশ তাঁর বাড়িতে যান। মেঝেতে পড়ে রয়েছেন স্ত্রী মুনমুন। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে করছে।

জানা গিয়েছে, চিৎপুরের বীরপাড়ার মনীন্দ্র লেনের ঘটনা। ২১ বছরের ধরে সঞ্জয় মুনমুনের সঙ্গে ঘর করছেন। তাঁদের ১৮ বছরের ছেলে ছিল। ঘটনার সময় ছেলে বাড়িতে ছিলেন না। তবে ওই ব্যক্তি কেন স্ত্রীকে গলা টিপে হত্যা করল, সেই বিষয়ে কিছু পুলিশের তরফে জানানো হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here