ডেস্ক: যত দিন যাচ্ছে ততই সীমিত হচ্ছে ক্রিকেটের ওভার। টি২০ ক্রিকেট আসার পরীক্ষামূলক ভাবে খেলা হয়েছে ১০ দশ ওভারের ম্যাচ। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, তাহলে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ কী?
এই প্রশ্নই প্রথমে রাখা হয়েছিল ইন্টারন্যাশানাল-এর চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে। তিনি জানিয়েছিলেন, টি২০ ক্রিকেট আসার পর টেস্ট ক্রিকেট এখন মৃতপ্রায়। ক্রিকেটের শর্টার ফরম্যাট আসার পর দর্শকদের পক্ষে পাঁচ দিনের ক্রিকেট দেখার আর সময় নেই। যদিও শশাঙ্ক মনোহরের মতের সঙ্গে সহমত হতে পারলেন না আইসিসি-র সিইও ডেভিড রিচার্ডসন।
শশাঙ্ক মনোহরকে আড়াল করে তিনি জানিয়েছেন, ‘আসলে মনোহর বলতে চয়েছেন টেস্ট ক্রিকেটে কিছু পরিবর্তন আনা দরকার। যাতে ক্রিকেটের অন্যান্য ফরম্যাটের সঙ্গে সমানভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। কারণ, এমন অনেক ম্যাচ খেলা হয়, যা নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে কোনও আগ্রহই দেখা যায় না। টেস্ট ক্রিকেটের প্রোমোশন দরকার হয়ে পড়েছে।’
এই মন্তব্য করার পাশাপাশি আইসিসি সিইও ডেভিড রিচার্ডশনের মন্তব্য উঠে আসে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা। তাঁর মতে, উক্ত চ্যাম্পিয়নশিপে যে দলই খেলুক না কেন, আগ্রহ থাকবে সবারই।