Parul

মহানগর ডেস্ক: টিকা নেওয়ার পরেও
অ্যান্টিবডি তৈরি না হলে কোমর্বিড রুগীদের এবং ৬৫ ঊর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজ নেওয়ার নির্দেশ ICMR- এর। গবেষণায় উঠে এসেছে কোভিশিল্ড- এর দু’টি টিকা নেওয়ার পরেও যথেষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে না ৬৫ ঊর্ধ্ব এবং কোমর্বিড রুগিদের একাংশের। তাই সমাধান হিসেবে এই বুস্টার ডোজের পরামর্শ।

ads

আই.সি.এম. আর- এর একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে, ১৬.১ শতাংশ মানুষের দেহে ডেল্টা প্রজাতির কোভিড ভাইরাসকে দমন করার জন্য যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হচ্ছে না। অতিমারির সম্ভাব্য তৃতীয় পর্যায়ের আগে এই তথ্য স্বভাবতই স্বস্তিদায়ক নয়। এ প্রসঙ্গে ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজের প্রাক্তন প্রধান জেকব জন বলেন, “একেবারেই অ্যান্টিবডি তৈরি হচ্ছে না তেমনটা নয়। কিন্তু এত সামান্য পরিমাণে তৈরি হচ্ছে যে তার সন্ধান পাওয়া যাচ্ছে না।”
   
প্রাথমিকভাবে সুস্থ মানব দেহে এই সমীক্ষা করায় প্রথমে এই বিষয়টি চোখে পড়েনি বিশেষজ্ঞদের। তাঁদের দাবি, সমস্যাগুলো প্রকাশ পাচ্ছে ৬৫ ঊর্ধ্ব এবং কোমর্বিড অর্থাৎ হৃদরোগী বা উচ্চ রক্তচাপ যুক্ত রুগীর দেহে। তাই তাঁদের ক্ষেত্রে তৃতীয় টিকা হিসেবে বুস্টার ডোজ নেওয়ার পক্ষে মত দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here