Home Latest News মোবাইলে পর্ন দেখে আট বছরের শিশুকে গণধর্ষণ পাঁচ নাবালকের

মোবাইলে পর্ন দেখে আট বছরের শিশুকে গণধর্ষণ পাঁচ নাবালকের

0
মোবাইলে পর্ন দেখে আট বছরের শিশুকে গণধর্ষণ পাঁচ নাবালকের
Parul

ডেস্ক: মোবাইলে পর্ণ দেখে এক আট বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল পাঁচ নাবালকের বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের দেহরাদূনের বিকাশনগর এলাকায়। আর এই ধর্ষকদের বয়স মাত্র ৯ থেকে ১৪ বছর।

সূত্রের খবর, নির্যাতিতা শিশুটি বাড়ীর বাইরে খেলা করছিল। সেইসময় ওই অভিযুক্ত পাঁচ নাবালক মেয়েটিকে ভুলিয়ে ভালিয়ে তাদের এক বন্ধুর বাড়ীতে নিয়ে যায় এবং সেখানেই সকলে মিলে তাকে ধর্ষণ করে। এরপর ওই বাড়ির এক বাসিন্দাকে ফিরে আসতে দেখে নাবালিকাকে বাড়ি পৌঁছে দেয় তারা। নির্যাতিতা বাড়ি ফিরে এলে সে চুপ হয়ে যায়। এটা দেখেঈ তাঁর মায়ের সন্দেহ হয় এবং মেয়েটিকে জিজ্ঞাসা করলে সে পুরো ঘটনার কথা জানায়। এরপরেই নাবালিকার পরিবার স্থানীয় থানায় অভিযোগ জানায়। পুলিশ অভিযুক্তদের নামে পকসো আইনে মামলা দায়ের করেছে। তাদের রবিবার গ্রেপ্তার করে পুলিশ নিজেদে হেফাজতে নিয়েছে এবং দোষীদের রজুভেনাইল আদালতে পেশ করা হয়েছে। এই নাবালকদের আপাতত হোমে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here