মহানগর ওয়েবডেস্ক: অভিনয়, গান এবং প্রযোজনা এই তিনটি কাজই সমানভাবে করে চলেছেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। মুক্তির অপেক্ষায় তাঁর নতুন ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। তবে পরিচালনায় নাকি ভীষণ ভয় অভিনেত্রীর। প্রিয়াঙ্কা বলেন, পরিচালকের আসনে বসা সহজ নয়। অনেক দায়িত্ব থাকে। এই বিষয়ে ভাবলেই ভয় হয়। কিন্তু যেভাবে প্রযোজনা ব্যবস্থা সামলে চলেছেন ঠিক সেইভাবেই ভবিষ্যতে পরিচালনা করতে পারেন।
এক সাক্ষাতকারে প্রিয়াঙ্কাকে ছবি পরিচালনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটি এমন একটি কাজ যেটা ভাবতে ভয় লাগে এবং চিন্তাও হয়। পরিচালনায় অনেক দায়িত্ব থাকে। কিন্তু যেভাবে অভিনয় থেকে প্রযোজনায় এসেছি, ঠিক তেমনই পরিচালনায় চলে আসব আশা করা যেতে পারে।’ এদিকে, পরিচালক সোনালী বোসের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী।
তিনি বলেন, ‘সোনালী একজন অসাধারণ পরিচালক। আমার মনে হয় না পরিচালনা শুধু পুরুষরাই করে থাকেন। মহিলারাও করতে পারেন। মহিলা, পুরুষ নির্বিশেষে সবাই এই কাজ করে থাকেন। সোনালীর সঙ্গে কাজ করতে পেরে ভাল লাগছে। তিনি একজন অসাধারণ চলচ্চিত্র নির্মাতা।’
টরেন্টো ফিল্ম ফেস্টিভেলে সোনালী বোসের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ প্রশংসা অর্জন করেছে। ছবির গোটা টিমের প্রশংসা করা হয়েছে। মুখ্য চরিত্রে দেখা যাবে ফারহান আখতার, প্রিয়াঙ্কা চোপড়া, জায়রা ওয়াসিমকে। ছবিটি ১৩ অক্টোবর মুক্তি পাবে।