ডেস্ক: মুম্বই শহরে প্রকাশ্যে যৌনতায় লিপ্ত হলেন যুগল। এক তরুন ও তরুনী প্রকাশ্যে রাস্তায় যৌন কার্যে লিপ্ত হলেন দুজনে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ মুম্বইয়ের মারিন ড্রাইভে নারিমান পয়েন্ট এলাকায়। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। প্রকাশ্যে রাস্তায় এইভাবে যৌনতায় লিপ্ত হয়েছে ভারতে এই নিদর্শন প্রায় প্রথমবার বলাই চলে। ভর দুপুরে মেরিন ড্রাইভের ট্র্যাফিকের সামনে সকলের সামনে যৌনতায় জরিয়ে পরলেন দুই প্রাপ্তবয়স্ক তরুন-তরুনী। সেই দেখে প্রায় শতাধিক মানুষের ভিড় জমে যায় ওই এলাকায় বলে জানা গিয়েছে। ঘটনাটি জানতে পেরে পুলিশ এসে গ্রেফতার করতে যায় ওই দুই যুগলকে।
পুলিশকে দেখেই তদক্ষনাৎ চম্পট দেয় দুজনে। কিন্তু পুলিশের জালে ধরা পরে মহিলাটি। তাঁকে জিজ্ঞাসবাদ করতে সে জানায় গোয়ার বাসিন্দা। শুধুমাত্র চুম্বন করছিলেন রাস্তায়। আপাতত পুলিশ তাঁদের কোন মামলা দায়ের করেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে মহিলাটির মানসিক ভারসাম্য নেই। তাই তাঁকে নিকটবর্তী একটি সুরক্ষা কেন্দ্রতে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এই ধরনের কাজ ওই এলাকায় হওয়ার জন্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।