ডেস্ক: বেশ কয়েকদিন আগে কৃষ্ণসার হরিণ মামলায় হাজত বাস হয়েছিল সলমানের। কিন্তু পরবর্তীকালে অন্তর্বর্তীকালীন জামিনের মাধ্যমে ছাড়া পেয়ে যান। আপাতত এই মামলায় স্বস্তিতে আছেন তিনি। কিন্তু কিছুদিনের জন্য মুক্তিতে থাকবেন। তাই বহাল তবিয়ত ঘুরছেন টাইগার। কিন্তু বেশিদিন নয়। কারণ আরও এক মামলায় আবার জেলে যেতে হতে পারে সল্লু ভাইকে। ২০০২ সালে হিট অ্যান্ড রান মামলায় জেলে যেতে হতে পারে তাঁকে। শনিবার সেই মামলায় সলমানের জামিনের আবেদন খারিজ করেছে মুম্বই সেশন কোর্ট। সূত্রের খবর, এই মামলায় হাজতবাসের রায়দানের পরই জামিনের জন্য আবেদন করে ছাড়া পেয়ে যান তিনি। সেই জামিনের আবেদন গতকাল খারিজ করে দিয়েছে।
তাই এই মামলায় আবারও হাজিরা দিতে হবে সলমানকে। বলা বাহুল্য হয়ত এই মামলাতেও হাজতবাস হতে পারে ফের সলমানের। যেহেতু এই মামলায় পুলিশ কোন প্রমাণ দিতে পারেনি তাই সলমান খান সহজে ছাড়া পেয়ে যান। পরে এই মামলায় উচ্চ আদালতে আবেদনের মাধ্যমে সলমান খানকে সাজা ঘোষনা করা হয়। পরে জামিনের মাধ্যমে ছাড়া পান তিনি। কিন্তু সেই জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এখন দেখার ভাইজানের ভাগ্য কী লেখা আছে।