kolkata news

 

নিজস্ব প্রতিনিধি: বিধানসভায় আজ দু’দফায় ১৪৩ জন নবনির্বাচিত বিধায়ক শপথগ্রহণ করছেন। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম দফায় শপথ নিচ্ছেন ৭৪ জন বিধায়ক। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিধায়করা প্রথম পর্যায়ে শপথ নিচ্ছেন। প্রথম শপথ নেন শ্যামপুকুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক শশী পাঁজা। প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায় তাদের শপথবাক্য পাঠ করাচ্ছেন।

দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত দ্বিতীয় দফায় ৬৯ জন বিধায়ক শপথ নেবেন। আগামীকাল দু’দফায় আরও ১৪৮ জন বিধায়ক শপথ নেবেন। বিধায়কদের শপথগ্রহণ সম্পন্ন হলে শনিবার একদিনের জন্য  বিধানসভার অধিবেশন বসবে। ওই দিন আনুষ্ঠানিক ভাবে অধ্যক্ষ নির্বাচনের পর অধিবেশন মুলতুবি হয়ে যাবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, শাসক দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই অধ্যক্ষ হিসেবে বিমান বন্দ্যোপাধ্যায়ের নাম পুনরায় ঘোষণা করেছে।

বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হলে ৮মে অর্থাৎ শনিবার একদিনের জন্য বিধানসভার অধিবেশন ডাকা হয়েছে। তবে করোনা কালে ওই একদিনই আপাতত অধিবেশন ডেকেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ওইদিন সমস্ত বিধায়কদের আসল শংসাপত্র ও পাসপোর্ট সাইজের ছবি আনতে বলা হয়েছে। ওইদিনই স্পিকার হিসাবে আবারও দায়িত্ব নিতে পারেন বারুইপুরের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here