ডেস্ক: হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী সানি লিওন। তাঁর জন্য শুটিং বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আসলে সানি আপতত ব্যস্ত বিখ্যাত রিয়্যালিটি শো ‘স্প্লিটসভিলা’র শুটিং নিয়ে। রণবিজয় সিং এর সঙ্গে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় সানিকে। আপতত সেই শোয়ের শুটিং এর জন্য উত্তরাখন্ডে ব্যস্ত ছিলে তিনি। কিন্তু শুটিং চলাকালীন অসুস্থ বোধ করেন সানি। তাই তাঁকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে যে পেটে ব্যথা হওয়ায় অসুস্থতা বোধ করেন সানি। সেই যন্ত্রনা সহ্য করতে না পারায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ঘন্টাখানেক চিকিৎসা করার পর হাসপাতাল থেকেই তাঁকে বাড়িতে ফেরত পাঠানো হয় বলে জানা গিয়েছে। হাসপাতাল থেকেই তাঁকে বিশ্রাম নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে, পাশাপাশি ওষুধ দেওয়া হয়েছে তাঁকে। সিজন ১১ ‘স্প্লিটসভিলা’ শুটিং চলছে উত্তরাখন্ডের নৈনিতালে। যেখানে ১৫০ জন প্রতিযোগীর সঙ্গে সঞ্চালকের ভূমিকায় আছেন সানি লিওন ও রণবিজয় সিং। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে সানি এখন আপাতত সম্পূর্ণ রুপে বিপদমুক্ত।