kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: অতিরিক্ত বৃষ্টির জেরে ধর্মশালায় ভেস্তে গিয়েছিল প্রথম টি-২০ ম্যাচ। সেদিক থেকে দেখতে গেলে আজ থেকে ‘শুরু’ হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ। গতমাসেই ক্যারিবিয়ান সফরে দুর্দান্ত পারফর্ম করেছে ভারতীয় দল। টি-২০, ওয়ানডে বা টেস্ট, তিন ফরম্যাটেই অপরাজিত ছিল টিম ইন্ডিয়া। ফলে স্বাভাবিকভাবেই আজ আত্মবিশ্বাসে ডগমগ গোটা দল। ক্যারিবিয়ান সফরের সেই অশ্বমেধের ঘোড়া আজ প্রোটিয়াদের বিরুদ্ধেও ছোটাতে বদ্ধপরিকর মেন ইন ব্লু।

ক্যারিবিয়ান সফরে টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে একেবারে হোয়াইট ওয়াশ করেছিল ভারত । সেই সিরিজে ব্যাটে বলে সব বিভাগেই বিপক্ষকে মাত দিয়েছিল তারা। রোহিত বিরাটদের পাশাপাশি নজর কেড়েছিলেন ভুবনেশ্বর কুমার, নভদীপ সাইনিরা। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে আবার দলে কামব্যাক করেছেন অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া। তার দলে অন্তর্ভুক্তি নিশ্চয়ই ভারতের শক্তি বাড়াবে।

ক্যারিবিয়ান সফরে দলে সুযোগ পেয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন শ্রেয়স আইয়ার। ফলে আজ প্রথম একাদশে দেখা যেতে পারে এই মুম্বই ব্যাটসম্যানকে। তবে সেক্ষেত্রে মণীশ পাণ্ডেকে হয়তো মাঠের বাইরেই থাকতে হবে। এছাড়া খলিল আহমেদ, দীপক চাহার, নভদীপ সাইনিরাও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুযোগ পেয়ে অনবদ্য পারফর্ম করেছিলেন। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেই যশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার। ফলে দীপক, নভদীপদের সামনে এই সিরিজেও কিছু করে দেখানোর সুযোগ রয়েছে।

যেখানে বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল প্রথম ম্যাচ। তবে আশার কথা মোহালিতে আজ বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ফলে আজ পুরো ম্যাচই হচ্ছে।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, দীপক চাহার, খলিল আহমেদ ও নভদীপ সাইনি

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য প্রথম একাদশ: কুইন্টন ডি’কক, ভান ডার ডুসেন, রেজা হেন্ড্রিকস, ডেভিড মিলার, জর্জ মিলার, ডোয়েন প্রিটোরিয়াস, অ্যান্ডিলে ফেলুকায়ো, আনরিখ নর্তে, কাসিগো রাবাডা, বিউরান হেন্ড্রিকস ও তাবরিয়াজ শামসি

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here