sports news
Highlights

  • প্রথমে ব্যাট করে ১৩২ রান তোলে ভারত
  • জবাবে ১৯ ওভার ৫ বলেই ১১৫ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস
  • জয় দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করল ভারতীয় মহিলা ক্রিকেট দল

মহানগর ওয়েবডেস্ক: জয় দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারাল হরমনপ্রীতের দল। প্রথমে ব্যাট করে ১৩২ রান তোলে ভারত। জবাবে ১৯ ওভার ৫ বলেই ১১৫ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

ভারতীয় ব্যাটিং-এর কথা বলতে হলে এদিন বলতেই হবে বাঙালি ওপেনার ১৬ বছরের শেফালি বর্মার কথা। মারকাঠারি শুরু করে ভারতীয় ব্যাটিং-এ শক্তিশালী রূপ দিতে চেষ্টা করে তারা। কিন্তু বেশিদূর এগোতে পারেনি কেউই। ১৫ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেন শেফালি। পরবর্তী সময় ৪ ওভারে ৪০ রান উঠলে মনে করা হচ্ছিল যে বড় রান হবে। কিন্তু দুই ওপেনার আউট হতেই মন্থর হতে থাকে ভারতের খেলা।

শেষে ১৩২ রানে ইনিংস শেষ করে ভারত। সকলে হয়তো ভেবেছিল যে আজ জয়ের মুখ দেখবে না তারা। কিন্তু কামাল করে দেয় পুনম যাদব এবং শিখা পাণ্ডের অনবদ্য বোলিং। পুনম চারটি এবং শিখা তিনটে উইকেট তুলে নেন। ব্যাটিং-এ তুলনামূলক ফ্লপ হলেও বোলিং-এ সেরাটা দেয় ভারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here