India might limit usage of saliva for shining ball opines Bhuvneshwar Kumar
করোনা রুখতে বলে থুথুর ব্যবহার থেকে বিরত থাকার ভাবনা টিম ইন্ডিয়ার

মহানগর ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের মাটিতে ব্যর্থতা ভুলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া৷ আগামিকাল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ধরমশালায়৷

এই সিরিজে একটা লক্ষণীয় পরিবর্তন দেখা যাবে বিরাট কোহলির বোলারদের মধ্যে৷ ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরারা বলের শাইন বাড়ানোর জন্য থুথুর ব্যবহার থেকে নিজেদের যতটা সম্ভব বিরত রাখবেন৷ মারণ করোনা ভাইরাসের হাত থেকে সুরক্ষিত থাকতে এমনটাই টিমের ভাবনা৷ ম্যাচের আগের দিন জানালেন ভুবি৷

স্পোর্টস হারনিয়ার অস্ত্রোপচার করে ফের দলে ফিরেছেন ৩১ বছরের ভুবি৷ কুইন্টন ডি’ককদের বিরুদ্ধে মাঠে নামার আগে দলের তারকা পেসার বলছেন, “আপাতত আমরা বলে থুথু না-লাগানোর কথাই ভেবেছি৷ কিন্তু এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না৷ কারণ যদি থুথু ব্যবহার না-করি তাহলে বলের শাইন বাড়াব কী করে! আর এরপর যদি আমরা মার খাই, তখন সাংবাদিকরা বলবে, আমরা ভাল বল করছি না৷ এখন সবটাই ঠিক হবে টিম মিটিংয়ের পর৷ আমরা নির্দেশ মেনেই যেটা ঠিক সেটা করব৷ পুরোটাই নির্ভর করছে দলের ডাক্তার আমাদের কী পরামর্শ দিচ্ছেন৷”

ভুবি আরও জানিয়েছেন যে, করোনার হাত থেকে বাঁচার জন্য তাঁদের কাছে নির্দেশিকা চলে এসেছে৷ তাঁরা কী করবেন আর কী করবেন না সে বিষয় টিম ওয়াকিবহাল৷ এমনকী ফ্যানেদের কাছে ঘেঁষতেও নিষেধাজ্ঞা রয়েছে ভুবিদের৷ এ প্রসঙ্গে তিনি বলছেন, “স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য এখন নিয়মিত ভাবে হাত ধোওয়ার কথা বলা হয়েছে৷ কিন্তু ফ্যানেদের এড়িয়ে যেতে পারব না আমরা৷ ওদের ভালবাসা আর সমর্থন উপেক্ষা করা সম্ভব নয়৷ চেষ্টা করব খুব একটা কাছে না আসার৷”

ভারতীয় দল: বিরাট কোহলি (ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, পৃথ্বী শ, ঋষভ পন্থ, মণীশ পাণ্ডে, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, যশপ্রীত বুমরাহ, নভদীপ সাইনি, কুলদীপ যাদব ও শুভমান গিল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here