kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: আর মাত্র কিছুদিনের মধ্যে চেন্নাইয়ে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ঘরোয়া বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ভারত সফরে আসার আগে তাই বুধবার পরম বন্ধু পাকিস্তানের সঙ্গে একপ্রস্থ বৈঠকে সেরে ফেলেছেন জিনপিং৷ পাক প্রধানমন্ত্রী ইমরানের খানের বৈঠকের পর জানিয়েছেন কাশ্মীর নিয়ে তার অবস্থান৷ এবার তার পাল্টা জবাব দিল ভারতও৷

জিনিপিং জানিয়েছিলেন, কাশ্মীর ইস্যুতে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা এতদিনে স্পষ্ট হল৷ কাশ্মীর পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। তবে এই ব্যাপারে দীর্ঘদিনের বন্ধু পাকিস্তানের পাশেই থাকবে চিন৷ তাঁর এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে ভারত৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার জানান, ইমরান-জিংপিং বৈঠকে কী আলোচনা হয়েছে আমরা তা শুনেছি। ভারত কিন্তু কাশ্মীর প্রসঙ্গে নিজের অবস্থান বদলাবে না। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং এই ব্যাপারে ভারতের ভাবনা কী, সেটা চিনের প্রেসিডেন্ট খুব ভালো করেই জানেন। ফলে বাইরের কেউ এই ব্যাপারে নাক গলাক সেটা আমরা চাই না।

১১ অক্টোবর ভারতে আসছেন জিনপিং৷ চেন্নাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হবে তাঁর৷ এখন সেখানে তিনি আদৌ কাশ্মীর প্রসঙ্গ নিয়ে কথা বলেন কিনা সেটাই এখন অপেক্ষার বিষয়৷ যদিও সীমান্ত-জট কাটানো, দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারতের ঘাটতির মতো নানা বিষয় নিয়ে আলোচনাই সেখানে প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here