kolkata bengali news

মহানগর ওয়েবডেস্ক: ফের বড়সড় দুর্ঘটনার সম্মুখিন হল বায়ু সেনা। প্রতিবেশী দেশ ভুটানে আছড়ে পড়ল ভারতীয় বায়ুসেনার হেলিকাপ্টর চিতা। ঘটনার জেরে মৃত্যু হয়েছে ২ পাইলটের। যাদের মধ্যে একজন ভারতীয় সেনার পাইলট ও অন্যজন ভুটান সেনার পাইলট।

সংবাদমাধ্যম সূত্রের খবর, শুক্রবার ভুটানে ভারতের বায়ুসেনার সঙ্গে ভুটান বায়ুসেনার যৌথ প্রশিক্ষণ চলছিল ভুটানে। তখন ভারতীয় বায়ুসেনার চপার ভুটানের ইয়নফুলায় ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই ঘটে বিপর্যয়। নিকটবর্তী খেনটংমানি পাহাড়ে ধাক্কা খেয়ে আছড়ে পড়ে চিতা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভারত ও ভুটানের দুই পাইলটের। বায়ুসেনার তরফে জানানো হয়েছে শুক্রবার দুপুর ১ টা নাগাদ ভুটানের ইয়নফুলায় এই দুর্ঘটনার মুখোমুখি হয় বায়ুসেনার ওই হেলিকপ্টার।

ভারতীয় সেনার মুখ পাত্র কোল আমন আনন্দের তরফে জানা গিয়েছে, দুর্ঘটনার পরই উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে পৌছয় উদ্ধারকারী দল। সেখানেই ওই দুই পাইলটকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আপাতত ওই এলাকা থেকে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here