ডেস্ক: জম্মু কাশ্মীর সীমান্তে পাকিস্তানের লাগাতার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের কড়া জবাব মঙ্গলবার দিল ভারতীয় সেনাবাহিনী। দুঃসাহসিক অভিযান চালিয়ে পাকিস্তানের একটি সেনা ঘাঁটিও এদিন গুঁড়িয়ে দেয় ভারত। সূত্রের খবর, ভারতীয় সেনার পাল্টা হামলায় মৃত্যু হয়েছে ৫ পাকিস্তানী রেঞ্জার্সের। এনকাউন্টার চলাকালীন দু’তরফে ভারি গুলিবৃষ্টি হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ভারতীয় সেনারা অক্ষত অবস্থায় রয়েছেন।
সূত্রের খবর, সোমবার কোনও প্ররোচনা ছাড়াই আচমকা পাকিস্তানের তরফ থেকে পুঞ্চ সেক্টর এবং কৃষ্ণা ঘাঁটি সেক্টরে হামলা চালানো হয়। লাগাতার কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হয় ভারতীয় সেনাদের লক্ষ্য করে। তার জবাবেই এদিন পাকিস্তানের ভট্টল এলাকায় পাল্টা হামলা চালিয়ে ৫ পাক সেনাকে নিকেশ করে ভারত। জানা গিয়েছে এই অপারেশনে পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষও ঘায়েল হয়েছেন।
উল্লেখ্য, এর আগেই চলতি বছরের জানুয়ারি মাসে সেনাবাহিনীর উপর হামলার জবাবে একই কায়দায় ২৪ ঘন্টার মধ্যে পাল্টা হামলা চালিয়ে ৮-১০ জন পাক রেঞ্জার্সকে খতম করে জওয়ানরা। কিন্তু এরপরও বিনা প্ররোচনায় মুহুর্মুহু গুলি চালিয়ে উস্কানি দিয়েই চলেছে পাক সেনা।