ডেস্ক: ভারত মহাসাগরে আটকে পড়া নৌসেনার আধিকারিককে অবশেষে উদ্ধার করা সম্ভব হল। সোমবার অভিলাষ টোমি নামের ওই সেনা আধিকারিককে মাঝ সমুদ্র থেকে উদ্ধার করা হয়। গত শুক্রবার থেকে অস্ট্রেলিয়ার উপকূলের কাছে ভারত মহাসাগরে আটকে পড়ে সে। এরকম মাঝ সমুদ্রে আটকে পড়ার পর তাঁকে বহু সমস্যার সম্মুখীন হতে হয়। ভয়াবহ সামুদ্রিক ঝড়ের মুখেও পড়তে হয় তাঁকে। জানা গিয়েছে, টোমির পিঠ এবং শরীরের অন্যান্য জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। তাঁকে উদ্ধার করে আপাতত অস্ট্রেলিয়ার একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় ভারতীয় সেনাবাহিনী স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে।
সেনা সূত্রে খবর, বছর চল্লিশের অভিলাষ গত শুক্রবার গোল্ডেন গ্লোব রেসে অংশগ্রহণ করেছিলেন। এরপর সে হঠাতই ৩০ হাজার মাইল পথ অতিক্রম করে মাঝ সমুদ্রে পৌঁছে যায়। চলতি বছরের জুলাই মাসে ফ্রান্স থেকে এই অভিযান শুরু হয়েছিল। এরপর অস্ট্রেলিয়ার উপকূলের কাছাকাছি যেতেই প্রবল ঝড়ের মুখে পড়ে যায় বোটটি। মাস্তুল ভেঙ্গে যায় বোটটির। এই ঘটনার পর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যায় না। স্যাটেলাইট কমিউনিকেশন ম্যাসেজের মাধ্যমে প্রতিযোগিতার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে অভিলাষ। তাঁর ম্যাসেজ পাওয়ার পরেই যুদ্ধ পরিস্থিতিতে উদ্ধারকার্যে নেমে পড়ে প্রশাসন। তাঁর উদ্ধারকার্যে নেমে পড়ে অস্ট্রেলিয়া, ফ্রান্সসহ অন্যান্য দেশ ঝাঁপিয়ে পড়ে।