ডেস্ক: এয়ারটেলের সঙ্গে দীর্ঘ ৮ বছরের সম্পর্ক ছিন্ন করতে চলেছে ভারতীয় রেল। এই এয়ারটেলের পরিষেবা ছেড়ে এবার রিলায়েন্স জিও-র গ্রাহক হতে চলেছে ভারতীয় রেল। জানা গিয়েছে, আগামী ১ জানুয়ারি থেকেই রেল পুরোপুরিভাবে জিও-র গ্রাহক হতে চলেছে। টানা ৬ বছর ধরে এয়ারটেলের পরিষেবা গ্রহণ করত রেল। প্রত্যেক বছর বিল বাবদ দেওয়া প্রায় ১০০ কোটি টাকা দিত রেল। চলতি বছরের শেষেই এয়ারটেলের সঙ্গে চুক্তির মেয়াদ ফুরিয়ে যাচ্ছে। তারপরেই জিওর সঙ্গে হাত মেলাতে চলেছে রেল।
ইতিমধ্যেই, জিও ভারতীয় রেল কর্মীদের জন্য কয়েকটি প্যাকেজ এনে ফেলেছে। উচ্চ পদাধিকারী কর্মীদের জন্য ১২৫ টাকার রিচার্জ প্ল্যান আনা হয়েছে। এই প্ল্যানে মিলবে মাসে ৬০ জীবী করে ডেটা। গ্রুপ সি কর্মীরা মাসে ৬৭ টাকার রিচার্জ প্ল্যানে পাবেন ৩০ জিবি করে ডেটা। এছাড়াও ৪৯ টাকা রিচার্জ করলে মিলবে ফ্রি এসএমএস পরিষেবা। রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে যে, জিও আসার পর থেকে প্রায় ৩৫% শতাংশ টেলিকমের ক্ষেত্রে সঞ্চয় করতে পারবে। জিও বেঁচে নেওয়ার আরও একটি কারণ হল, এয়ারটেল যেখানে রেলের ১.৯৫ লক্ষ কর্মীদের পরিষেবা প্রদান করত, সেখানে জিও প্রায় ৩.৭৮ লক্ষ কর্মীকে পরিষেবা প্রদান করবে। রেলের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই কর্মীরা খুশি হয়েছেন।