sindhu

মহানগর ওয়েবডেস্ক: অলিম্পিকে পারেননি একটুর জন্য৷ এবার বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওকুহারাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন ভারতের শাটলার পিভি সিন্ধু৷ তিনি ফাইনালে ২১-৭, ২১-৭ ব্যবধানে স্ট্রেট সেটে হারালেন ওকুহারাকে৷

প্রথম গেমে প্রতিপক্ষ নোজামি ওকুহারাকে ২১-৭ গেমে হেলায় হারালেন সিন্ধু৷ তিনটি ম্যাচের সেটে দ্বিতীয় ম্যাচের শুরুতেও প্রতিপক্ষকে কোনও জমি ছাড়ছিলেন না তিনি৷ রবিবার ছিলেন তিনি কার্যত অপ্রতিরোধ্য৷ তবে একসময় এই সেটে ফলাফল ছিল ১১-৪৷ পরে অবশ্য অবশিষ্ট দশটা পয়েন্ট নিয়ে ইতিহাস গড়তে বিশেষ বেগ পেতে হয়নি এই ভারতীয় শাটলারকে৷ সুইজারল্যান্ডের বাসেলে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলতে নামার আগে অবশ্য তিনি অনেকগুলি রেকর্ড গড়ে ফেলেছেন ৷ এর আগে ২০১৭ ও ২০১৮ তে ফাইনালে উঠেও রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে৷ গোপীচাঁদের শিষ্যা হায়দরাবাদের এই শাটলার পিভিকে সার্কিটে চোকার্স বলা হচ্ছিল৷ ফাইনালে তিনি বার বার পরাজিত হতেন বলেই এমন বলা হত৷ তবে রবিবার তাঁর সেই বদনাম ঘুঁচল৷

ফাইনালে নামার আগেই পুসারিয়া বেঙ্কটা সিন্ধু  চিনা কিংবদন্তি শাটলার ঝাং নিং কে ৫টি পদক পেয়ে স্পর্শ করলেন৷তিনবার টানা ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে হ্যাট্রিক করলেন তিনি৷ এটা তাঁর অনন্য নজির৷ এর আগে মাত্র ৪ জন এই রেকর্ড করেছিলেন৷ সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিত বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রবিবার ফাইনালের দিনে ছিল সিন্ধুর মায়ের জন্মদিন৷ আতই তিনি সোনার পদক মাকেই উৎসর্গ করেছেন৷ বাসেল থেকে ফোনে তিনি জানান, ‘আমার আসল লক্ষ্য ছিল সোনা জয়৷ আজ আমার স্বপ্নপূরণ হল৷

ভারতে ক্রিকেট পুজোর আবহে পিভি সিন্ধু সেলিব্রিটি শাটলার৷ পদ্মশ্রী, রাজীব খেলরত্ন সহ তাঁর ঝুলিতে আছে ২০১৬ সালে অলিম্পিকে ফাইনালে হেরে গিয়ে রুপো পেয়েছিলেন তিনি৷ বিশ্বব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে তিনি মাত্র ৬ বার অংশ নিয়ে ৫টি পদক পেলেন৷ ২০১৩ও ’১৪ সালে ব্রোঞ্জ, ২০১৭ ও ১৮ পর পর দু’বার রুপো এবার ২০১৯ সালে সোনা পেলেন ৷ বিশ্ব র‍্যাংকিং-এ ৫ নম্বর এই শাটলার তাঁর চেয়ে এগিয়ে থাকা ওকুহারাকে এদিন পরাজিত করলেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ট্যুইট করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন৷

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here