ডেস্ক: ফের বিমান বিভ্রাট। মাঝ আকাশে একটুর জন্য প্রাণে বাঁচলেন ৩২৮ জন যাত্রী। দুটি বিমানই ইন্ডিগো বিমান সংস্থার ছিল। ঘটনার সময় একটি বিমান কয়েম্বাটুর থেকে হায়দারাবাদের দিকে যাচ্ছিল, অন্যটি ব্যাঙ্গালোর থেকে কোচিনের দিকে রওনা হচ্ছিল। মাঝ আকাশে গিয়ে এমন পরিস্থিতি হয় যে দুটি বিমানের উপর নীচের দূরত্ব হয়ে যায় মাত্র ২০০ ফুটের মত। ট্রাফিক কলিশন অ্যাক্সিডেন্ট অ্যাভয়াডেন্স সিস্টেম বা টিটিসি তে দ্রুত জরুরি সংকেত পাঠানোয় কপাল জোরে সংঘর্ষ এড়ানো গেছে। এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন বোর্ড বা এএআইবি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই ইন্ডিগোর একটি বিমান কলকাতা থেকে ১৭৮ জন যাত্রী নিয়ে যাওয়ার পথে সমস্যার সম্মুখীন হয়। বিমানটি টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই উইল্ড শিল্ডে চিড় ধরে যায়। যাত্রীদের প্রাণের ঝুঁকি না নিয়ে কিছুক্ষণের মধ্যেই বিমানটিকে ফিরিয়ে আনা হয়। একটুর জন্য প্রাণে বেঁচে যান যাত্রীরা। রোজ নিয়ম করে বিমানে কোনও না কোনও বিপদের ফলে যাত্রীরাও বিমানে যাতায়াত করতে নিরাপত্তার অভাব বোধ করছেন।